
এবিএনএ : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় র্যাব পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে।
র্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, কয়েকদিন আগে কাওরান বাজারের ব্যবসায়ী আলমগীরকে তারই পরিচিতজনরা অপহরণ করে তেজগাঁ শিল্পাঞ্চল এলাকার একটি বাড়িতে আটকে রাখে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে আলমগীরকে উদ্ধার করা হয়।
Share this content: