বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘সরকারের মিথ্যাচার শুনলে মরা মানুষও হাসে’

এবিএনএ : সরকার কথায় কথায় মিথ্যাচার করে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এসব মিথ্যাচার ধরা পড়ে যায় বলে দাবি করেছেন তিনি। শনিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রিজভী। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং বিএনপির ৮ নভেম্বরের সমাবেশের অনুমতি নিয়ে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, ‘দেশের সকল অপকর্মের মূল হোতা সরকার আশ্রিত নেতাকর্মীরা। গাইবান্ধা ও নাসিরনগরে হামলা করছে সরকার সমর্থক লোকজন। অথচ তারা বলছে এ জন্য দায়ী বিএনপি। সরকারে এমন মিথ্যাচার শুনলে মৃত মানুষও উচ্চ হাসিতে ফেটে পড়বে।’ রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে করা আবেদনে সরকার ইতিবাচক সাড়া দেবে বলে আশার কথা বলেন রিজভী। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। অনুমতি না পেয়ে পরদিন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আবেদন করে দলটি। ওই দিন দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। তবে বেলা আড়াইটার সময় এই খবর দলটি পায় গণমাধ্যম থেকে। ওই দিনই এর কিছুক্ষণ আগে ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি চায় দলটি। আগের দুই দিন অনুমতি না পাওয়া অথবা শেষ সময়ে অনুমতি পাওয়া বিএনপি এখন আশা করছে সোহরাওয়ার্দী উদ্যানে রবিবারের ঘোষিত সমাবেশ তারা নির্বিঘ্নে করতে পারবে। রিজভী বলেন, ‘আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি পুলিশ আমাদের আজকের মধ্যেই অনুমতি দেবে। তারা আর অনুমতি নিয়ে টালবাহানা করবে না।’ এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘আমাদের সমাবেশ করার প্রস্তুতি আছে। দেখা যাক পুলিশ কি করে।’ পুলিশের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনারা ক্ষমতাসীন দলের সম্প্রসারিত বাহিনী হিসেবে কাজ করবেন না। আপনার জনগণের সেবক হিসেবে কাজ করুন। অন্যথায় একদিন জনগণের কাঠগঁড়ায় আপনাদের হাজির হতেই হবে।’

Share this content:

Back to top button