
এবিএনএ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়, আওয়ামী লীগ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে পৃথক তিনটি কমিটি গেছে ঘটনাস্থলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রাজধানীর মধুবাগে শনিবার দুপুরে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারী এবং এ হামলার উসকানিদাতা যেই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সকলকেই আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখিন হতে হবে। এ দেশে উগ্রবাদীর কোনও স্থান নেই। দেশের মানুষকে সঙ্গে নিয়ে এদের প্রতিরোধ করা হবে।
Share this content: