এবিএনএ : খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়িয়েছে সরকার। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা ২০১৬-এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব নিয়ে আসে। বৈঠকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মোহাম্মদ শফিউল আলম জানান, খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা আগে মাসিক ভাতা পেতেন ১২ হাজার টাকা। এখন থেকে সেটা হবে ৩০ হাজার টাকা। বীরউত্তম আগে পেতেন ১০ হাজার টাকা। এখন থেকে সেটা হবে ২৫ হাজার টাকা। বীরবিক্রম আগে পেতেন ৮ হাজার টাকা। এখন থেকে সেটি হবে ২০ হাজার টাকা। বীরপ্রতীক আগে পেতেন ৬ হাজার টাকা। এখন থেকে পাবেন ১৫ হাজার টাকা।
তিনি আরো বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব অনুযায়ী পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘এ’ ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার, ‘বি’ ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের ভাতা ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের ভাতা ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
তাছাড়া শহীদ পরিবারের ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার, মৃত যুদ্ধাহত পরিবারের ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার, মৃত বীরশ্রেষ্ঠের পরিবারের ভাতা ২৮ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। প্রস্তাবে নতুন বিধান যুক্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যদি একসঙ্গে দুটি ভাতা পাওয়ার যোগ্য হন, তবে সেক্ষেত্রে তিনি শুধু বেশি পরিমাণের ভাতাটি নিতে পারবেন। একসঙ্গে দুটি ভাতা নিতে পারবেন না। তিনি জানান, দেশে খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীরপ্রতীক রয়েছেন ৪২৬ জন। মৃত শহীদ পরিবার ২ হাজার ৫০০টি, মৃত যুদ্ধাহত পরিবার রয়েছে ৩০৩টি।