এ বি এন এ : কিশোরগঞ্জের হাওরের আভুরা (অলওয়েদার রোড) সড়কের নির্মাণকাজ ও বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি নদীপথে স্পিডবোটে করে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে যান। তিনি সেখানে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলার আভুরা সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও মুক্তিযোদ্ধা আবদুল হক।
এর আগে চলতি বছরের ২১ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আভুরা সড়ক, সড়কে তিনটি বড় সেতু ও সাতটি ছোট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন । এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা।
রাষ্ট্রপতি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে আসেন। শুক্রবার তিনি মিঠামইনে গ্রামের বাড়িতে রাতযাপন করবেন। শনিবার রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করবেন।