জাতীয়বাংলাদেশলিড নিউজ

রিজার্ভ চুরি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন বৃহস্পতিবার: অর্থমন্ত্রী

এ বি এন এ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর আমি দেশের বাইরে যাব। তার আগেই ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে।
তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন গত ৩০ মে হাতে পাওয়ার পর তা ‘পড়ে দেখে’ প্রকাশ করার কথা জানিয়েছিলেন আবদুল মুহিত।
তিন সপ্তাহের সফরে ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন অর্থমন্ত্রী।

Share this content:

Back to top button