বিনোদন

অস্কারে বাংলাদেশের সিনেমা: জমা দেওয়ার আহ্বান, শেষ সময় ১৬ সেপ্টেম্বর

৯৮তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য আহ্বান করা হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র।

এবিএনএ:  বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব অস্কারের ৯৮তম আসরে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে বাংলাদেশি সিনেমা। নির্বাচিত চলচ্চিত্রটি প্রতিযোগিতা করবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে। জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জমা দেওয়ার জন্য সিনেমাটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে হবে। ছবিটি ২০২৪ সালের ১ অক্টোবরের পর এবং ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশের প্রেক্ষাগৃহে অন্তত টানা ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।

এছাড়া সিনেমার সৃজনশীল ও প্রযোজনা নিয়ন্ত্রণে একজন বাংলাদেশি পরিচালকের সম্পৃক্ততা থাকতে হবে। চলচ্চিত্রটিকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)-এর সকল প্রযুক্তিগত ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।

জমা দেওয়ার নিয়মাবলি:
প্রযোজক বা স্বত্বাধিকারীকে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে, যা পাওয়া যাবে অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়কারীর কাছ থেকে। সঙ্গে দিতে হবে প্রদর্শনের প্রমাণপত্র, দুটি ডিভিডি বা ব্লু-রে কপি/একটি সিকিউর ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্পের সংক্ষিপ্তসার এবং মূল ক্রেডিট।

জমাদানের ঠিকানা:
বিএফএফএস কার্যালয়
প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও (বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত) রোড, বাংলামোটর, ঢাকা-১০০০।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেখানে ২৪টি বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কার স্বর্ণমূর্তি।

👉 বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি বড় সুযোগ—আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়ানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button