র্যাপার থেকে নেতা: নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ঘিরে নতুন আশা
কাঠমান্ডুর মেয়র ও সাবেক র্যাপার বালেন্দ্র শাহকে নেপালের তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে—বদলে যেতে পারে নেপালের রাজনৈতিক দৃশ্যপট।


এবিএনএ: নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের আভাস মিলছে কেপি শর্মার পদত্যাগের পর। কে হবেন নতুন প্রধানমন্ত্রী—এখন সেটিই সবচেয়ে আলোচিত প্রশ্ন। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র ও সাবেক র্যাপার বালেন্দ্র শাহ, যিনি সবার কাছে বালেন নামে পরিচিত।
বালেন্দ্র শাহ একসময় মঞ্চ কাঁপিয়েছেন র্যাপ সংগীতে। পরে রাজনীতিতে নাম লেখান। তরুণ প্রজন্মের আন্দোলনে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক বিক্ষোভে তাঁর সরব উপস্থিতি তাকে তরুণদের আস্থার জায়গায় পৌঁছে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বালেন দাই, টেক দ্য লিড’ স্লোগান ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী পদত্যাগের পর নিজের ফেসবুক পোস্টে বালেন্দ্র শাহ তরুণদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, “দেশের সম্পদ জনগণের, তাই তা রক্ষা করা সবার দায়িত্ব। প্রাণহানি এড়ানো জরুরি। নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদেরই হাতে।”
কাঠমান্ডু পোস্ট তাদের সম্পাদকীয়তে লিখেছে, পুরনো প্রজন্ম যারা দীর্ঘদিন ধরে দেশকে ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে, তাদের বিদায় জানানোর সময় এসেছে। ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে নতুন প্রজন্ম, আর এবারও তার ব্যতিক্রম নয়।
প্রবন্ধে আরও বলা হয়, শেরবাহাদুর দেউবা, পুষ্পকমল দাহাল কিংবা কেপি শর্মার মতো নেতাদের যুগ শেষ হয়ে আসছে। তারা নেপালের জনগণের শোষণ, দুর্নীতি ও তরুণদের ওপর দমন-পীড়নের জন্যই স্মরণীয় হয়ে থাকবেন। তাই দেশের নতুন দিকনির্দেশনায় তরুণদের নেতৃত্ব অত্যাবশ্যক।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরাও বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছেন। ইতিহাসে যেমন ১৯৯০ ও ২০০৬ সালের আন্দোলনের পর নতুন নেতৃত্ব এসেছিল, এবারও সে সুযোগ তৈরি হয়েছে। তাদের মতে, বালেনই হতে পারেন সেই নতুন প্রজন্মের কণ্ঠস্বর, যিনি নেপালকে নির্বাচনের পথে এগিয়ে নেবেন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা দেবেন।
👉 সাবেক র্যাপার থেকে মেয়র এবং এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী—বালেন্দ্র শাহকে ঘিরে নেপালে সৃষ্টি হয়েছে পরিবর্তনের নতুন প্রত্যাশা।