এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামীলীগ আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় যেতে পারেনি। আর এই ২১ বছর বাংলার মানুষ কোনো সুবিধা পায় নি।
আমার একটাই প্রতিজ্ঞা, বাংলার মাটি থেকে অন্যায় অত্যাচার দূর করা। একটাই উদ্দেশ্য, প্রতিটি মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। আর এসব প্রতিজ্ঞা নিয়েই আমার দেশে ফেরা।
জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যিনি স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন, গণহত্যার সঙ্গে জড়িতদের মন্ত্রী-এমপি বানিয়েছেন, তিনি মুক্তিযোদ্ধা হন কীভাবে; স্বাধীনতার স্বপক্ষের শক্তি হন কীভাবে।