জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঈদের ছুটি একদিন বাড়ছে: মন্ত্রিপরিষদ সচিব

এবিএনএ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি অফিস-আদালতের ছুটি একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে জানান তিনি।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়। এবার ঈদে তিনদিনের সরকারি ছুটির দু’দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে।

২৪শে মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২শে এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি।

তবে ঈদের ছুটি শুরুর আগে ২০শে এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। এখন ২০শে এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিনে দাঁড়াল। রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)।সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

Share this content:

Related Articles

Back to top button