এবিএনএ: আবশ্যিক নয়, শুধু নৈর্বচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিকের চৌকাঠ পেরোনোর যুদ্ধে আজ অবতীর্ণ হচ্ছে দেশের ২২ লাখের বেশি শিক্ষার্থী। দেশের ইতিহাসে এবারই প্রথম মাধ্যমিকে পূর্ণাঙ্গ পরীক্ষার বদলে আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে ৫৪৪ দিন টানা স্কুল বন্ধ থাকায় এ বছর মাধ্যমিকের সব বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না। একই কারণে আগেই কমানো হয়েছিল মাধ্যমিকের সিলেবাসও।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি ও সমমানের দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা রোববার সারাদেশে একযোগে শুরু হলো। সূচি অনুযায়ী, সকালের পরীক্ষা ১০টা থেকে শুরু হযেছে। চলবে সাড়ে ১১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রথম দিন সকালে এসএসসির পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর দাখিলের কোরআন মজিদ ও তাজবিদ হচ্ছে সকালে এবং বিকেলে দাখিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকালে।
জানা গেছে, এবার মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থীর মধ্যে শুধু এসএসসিতে ১৮ লাখ ৯৯৮, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ এবং এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষা দিচ্ছে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এবার শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। এই বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। কভিড পরিস্থিতির কারণে এবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে গিয়ে আসন গ্রহণ করতে হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।