আমেরিকা
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের অ্যালবামা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যালবামার তুসকালোসা বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এক দন্ত সম্মেলনে যোগ দেওয়ার পর তিন দম্পতি মিসিসিপি অঙ্গরাজ্যের অক্সফোর্ডে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ বিমানটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন দম্পতির মৃত্যু হয়। ওই তিন দম্পতির মধ্যে এক দম্পতির পাঁচটি ছেলেমেয়ে অপর দুই দম্পতির তিনটি করে ছেলেমেয়ে রয়েছে। যারা কেউই ওই বিমানে ছিল না। বিধ্বস্ত হওয়ার অল্প সময় আগে উড়োজাহাজটি থেকে একটি বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Share this content: