বিনোদনলিড নিউজ

ঘনিষ্ঠ দৃশ্যের আগে মহড়া দিতে হয়, মুখ খুললেন সোফিয়া

এবিএনএ : ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে মহড়া দিতে হয় বলে অভিযোগ করেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী সোফিয়া হায়াত। শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কাণ্ডের পর মঙ্গলবার এ নিয়ে তিনি মুখ খুললেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। বলিউডে এমন অনেক ছোট অভিনেত্রী-অভিনেতা রয়েছেন, যাদের প্রতারণার জালে ফাঁসানো হয়। তাদের অসহায়তার সুযোগ নিয়ে পর্নো বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানো হয়। এমন ঘটনা নাকি যত্রতত্র।

সহকর্মীদের সতর্ক করে দিয়ে ‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী সোফিয়া বললেন, ‘এক বার এক কাস্টিং এজেন্ট অডিশন নেওয়ার সময়ে আমায় ঘনিষ্ঠ দৃশ্যের মহড়া দিতে বলেছিল। পরিচালকের জন্য নাকি করে দেখাতে হবে আমায়। তবেই তিনি বুঝতে পারবেন, আমি সেই দৃশ্যে অভিনয় করতে পারব কিনা।’ সোফিয়ার বক্তব্য, সাধারণত এভাবে অডিশন নেওয়া হয় না। যেখানে এমন প্রস্তাব দেওয়া হয়, বুঝতে হবে, কোথাও গণ্ডগোল রয়েছে। অস্বাভাবিকত্ব টের পেয়েই তিনি সেই কাজে রাজি হননি।

সোফিয়া এর পর দু’বার ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেছেন। জানালেন, কোথাও তাকে সেটে যাওয়ার আগে মহড়া দিতে বলা হয়নি। মহড়া দিতে বলা মানেই পর্নো বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর ফাঁদ পাতা হয়েছে। তার বক্তব্য, ‘খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে অভিনেতা অভিনেত্রীদের।’ প্রতারণা করে পর্নো ছবিতে অভিনয় করানোকে তিনি ধর্ষণের সঙ্গে তুলনা করে বললেন, ‘আশা করব, এই মামলাকে আদালত ততটাই গুরুত্ব দেবে, যতটা ধর্ষণের মামলায় দেওয়া হয়।’

Share this content:

Back to top button