এবিএনএ : মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটাই অগ্রগামী ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই মিলবে তাদের ভ্যাকসিন। আর এ টিকার দাম পড়বে মাত্র এক কাপ কফির দামের সমান। দুইদিন আগে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারও ঘোষণা দিয়েছে, অক্টোবর নাগাদ তাদের তৈরি ভ্যাকসিন বাজারে আনার। খবর দ্য ইকোনমিস্টের।
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের এখন চলছে তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। ভ্যাকসিনের তৃতীয় ধাপের ফলাফল বা কার্যকারিতার বিষয়টি আগস্ট মাসের শেষ নাগাদ জানা যাবে। পরীক্ষায় সফলতার প্রমাণ পাওয়া গেলেই নিয়ন্ত্রকরা জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিয়ে দেবে। অর্থাৎ অক্টোবরের মধ্যেই উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীরা এ ভ্যাকসিন পাবেন। যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান কেট বিনহ্যাম বলেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক এগিয়ে অক্সফোর্ড। অন্য ভ্যাকসিন তাদের কার্যকারিতা পরীক্ষা শুরুর অনেক আগেই অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে যেতে পারে।