আমেরিকালিড নিউজ

ইভানকা ট্রাম্পের সহকারী করোনা আক্রান্ত

এবিএনএ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। দেশটির সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

সতর্কতা হিসেবে শুক্রবার ইভানকা এবং তার স্বামী জ্যারেড কুশনারের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও ইভানকা ট্রাম্প টেলিযোগাযোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তথ্য কর্মকর্তা ক্যাটি মিলার করোনা ভাইরাসে আক্রান্ত হন।

হোয়াইট হাউসে এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, মিলারের সংস্পর্শে তিনি আসেননি। তবে মাইক পেন্স কিছু সময় কাটিয়েছিলেন।

এদিক ডোনাল্ড ট্রাম্পেরও ব্যক্তিগত কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দেশটির নৌবাহিনীরও একজন সদস্য।

Share this content:

Back to top button