জাতীয়বাংলাদেশলিড নিউজ

সিলেটে ভিজিএফের চাল লুট করলো জনতা

এবিএনএ : সিলেটের জকিগঞ্জে ১০ টাকা দামের সরকারি চাল আত্মসাতের চেষ্টার সময় ট্রাকভর্তি চাল আটক করেছে জনতা। পরে শতাধিক বস্তা চাল জনতা লুট করে নিয়ে যায়। চাল আত্মসাতের চেষ্টা ও লুটের ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

চাল আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত আটকরা হলেন- খাসেরাগ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ডিলার জয়নাল আহমদ (২৭), আইয়র গ্রামের আব্দুস সালামের ছেলে ডিলার আব্দুল মুকিত (৩১), কসকনকপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে ট্রাকচালক কামরুল ইসলাম (২৭), বারগাত্তা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সইফ উদ্দিন (৩০)। এছাড়া লুট করে চাল নিয়ে যাওয়ার সময় আটক করা হয় নগরকান্দি গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯) ও দেওয়ানেরচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদকে (২৮)।

স্থানীয় সূত্র জানায়, সকালে কালিগঞ্জ বাজারের হোসেন অ্যান্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডিলারের লোকজন সরকারি চাল ট্রাক থেকে নামানো শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। চালককে জিজ্ঞাসা করা হলে সে জানায়, চালগুলো কালিগঞ্জ বাজারের দুইজন ব্যবসায়ীর। এসময় চালক সরকারি চালের কোন চালানপত্র দেখাতে না পারায় উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার আগেই এলাকার কিছু লোক চাল লুটে নেয়া শুরু করেন। ট্রাক থেকে শতাধিক বস্তা চাল লুট হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসি মীর আব্দুন নাসের তাৎক্ষণিক ঘটনাস্থলে যান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আবদুন নাসের জানান, সরকারি চাল আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। ডিলারের দোকানে না নামিয়ে অন্যত্র নামিয়ে চালগুলো পাচারের চেষ্টা করা হলে জনতা ট্রাক আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ডিলারের প্রতিনিধি, ট্রাকচালক ও লুটকারী ৭ জনকে আটক করে। কিছু চাল লোকজন লুটে নেয়ার কথা স্বীকার করেন ওসি।

Share this content:

Related Articles

Back to top button