বিনোদন

পরীমণির সেই আইটেম গানের ছবি প্রকাশ

এ বি এন এ : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আইটেম গানে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী পরীমণিকে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবির জন্য তৈরি হচ্ছে আইটেম গানটি।
সম্প্রতি সেই গানের শুটিংয়ের কিছু ছবি ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। সে ছবিতে দেখা গেছে রূপ লাবণ্যে অনন্যাময়ী ডানা কাটা এক পরীকে।

কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব। চোখ ধাঁধানো এই আইটেম গানটির চিত্রায়ণে স্টেডি ক্যামসহ ব্যয়বহুল ৩টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে কলকাতায়। এতে অংশ নেওয়ার পর গত শনিবার ঢাকায় ফিরেছেন পরীমণি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘এমন বিগ বাজেটের আইটেম গান দুই বাংলার চলচ্চিত্রে এর আগে দেখেননি দর্শক। গানটিও হয়েছে দারুণ শ্রুতিমধুর এবং উপভোগ্য। এটি প্রকাশের পর দুই বাংলাতেই গানটি সুপারহিট হবে বলে আমার বিশ্বাস।’ 

উল্লেখ্য, ‘রক্ত’ ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন নবাগত রিক্ত রোশন। যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘রক্ত’।

জাজের পক্ষে থেকে বলা হয়েছে, এই গানটি হবে দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং জমজমাট আইটেম গান। পরীর আইটেম গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। 

 

Share this content:

Related Articles

Back to top button