আইন ও আদালতলিড নিউজ

পুলিশের ওপর হামলার অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

এবিএনএ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জানান, সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে এই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেন। সোমবার রাতে রামপুরা এলাকা থেকে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি। গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে ভোট করে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থক শাখাওয়াত হোসেন।

Share this content:

Back to top button