বাংলাদেশরাজনীতিলিড নিউজ

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন না দিলেও জায়গা দিয়েছে কেন্দ্রীয় কমিটিতে।

আজ রোববার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম কাউন্সিলে প্রদেয় ক্ষমতাবলে মোহাম্মদ সাঈদ খোককে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটির নির্বাচন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেওয়া হয়।

Share this content:

Back to top button