এবিএনএ : ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৩ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করে জানিয়েছে, জাকার্তা অঞ্চলে মুষলধারে বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুধু জাকার্তা থেকেই ৬২ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র অগাস উইবোয়ু।