এবিএনএ: বয়ফ্রেন্ড তুশান ভিন্দির সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী এভেলিন শর্মা। গত ৫ অক্টোবর সিডনির হারবার ব্রিজে সাহো সিনেমাখ্যাত এ অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন তুশান। এ প্রসঙ্গে বোম্বে টাইমসে এভেলিন বলেন, স্বপ্ন সত্যি হলো। তুশান আমাকে খুব ভালোভাবে চেনে। তার প্রস্তাব পুরোপুরি ঠিক ছিল। এটা ছিল পুরোনো রীতিতে প্রস্তাব।
তুশান একজন ডেন্টিস্ট ও উদ্যোক্তা। অস্ট্রেলিয়াতেই থাকেন। সিডনি হারবার ব্রিজে হাঁটু মুড়ে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে প্রস্তাব দেন তিনি। বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় নিয়ে এভেলিন বলেন, বন্ধুর মাধ্যমে একটি ব্লাইন্ড ডেটে আমাদের পরিচয়। তুশান খুবই রোমান্টিক। সে আমার চেয়েও বেশি ফিল্মি।
বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, তারিখ ঠিক হলে আমরা আলাদাভাবে ঘোষণা দিব। এখন আমার জীবন উপভোগ করতে চাই। সিডনি আমার প্রিয় শহর। বিয়ের পর সেখানে শিফট হবো। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ থাকবে, কারণ এটি আমাদের দেশ।