এবিএনএ: যৌন সম্পর্ক লুকোলে কাজ পেতে সুবিধে হবে। অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে এমনই পরামর্শ দিয়েছিলেন অনেকে। সম্প্রতি এমনটি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তিনি বলেন, অনেকে বলেছিলেন আমার যৌন সম্পর্ক লুকোলে মার্ভেলের ছবি পেতে সুবিধে হবে। কারো হাত ধরে ঘুরতে পারব না কিন্তু বড় প্রজেক্ট পাব। কিন্তু আমার দ্বারা ও সব হয়নি। বাস্তব জীবনে অভিনয় করে চলা আমার পক্ষে সম্ভব নয়। মার্ভেল স্টুডিও অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ব্যাপারে বেশ সতর্ক।
বিতর্কিত ব্যক্তিত্বদের সাধারণত কাস্ট করে না তারা। বেশ কিছু সম্পর্ক ছিলো ক্রিস্টেনের। কিন্তু এখন বান্ধবী-প্রেমিকা স্টেলা ম্যাক্সওয়েলের সঙ্গে সব সময় দেখা যায় এ অভিনেত্রীকে। তাদের মধ্যেকার সম্পর্ক সবারই জানা। নিজের যৌন জীবন নিয়ে অভিনেত্রী বরাবরই খোলামেলা। রবার্ট প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে স্টেলার সঙ্গেই থাকেন ক্রিস্টেন। ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, আমি প্রেম কিংবা যৌন সম্পর্ক নিয়ে লুকোচুরি পছন্দ করি না। আমার সঙ্গে রবার্ট প্যাটিনসনের সম্পর্ক ছিলো। কিন্তু এখন আমার সবচাইতে কাছের হলো ম্যাক্সওয়েল। তার সঙ্গে আমি থাকছি। রাত্রীযাপন করছি। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করছি। এটাতো লুকানোর কোন কিছু নেই। আমিও লুকাতে চাই না। আর কাজ পাওয়ার জন্য সম্পর্ক লুকাতে হবে এর কোন মানেই নেই।