এবিএনএ : সব জল্পনা উড়িয়ে দিয়ে বক্স অফিসে হলিউডের সর্বকালের সেরা আয়ের সিনেমায় পরিণত হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। চলতি বছরের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাওয়া মার্ভেল কমিকসের সাড়া জাগানো এই সিনেমা দীর্ঘ দশ বছর ধরে বক্স অফিসে সেরার জায়গা ধরে রাখা জেমস্ ক্যামেরুনের ‘অ্যাভাটার’কে পেছনে ফেলেছে।
আজ রোববার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ গ্লোবাল বক্স অফিসে ‘অ্যাভাটার’র (২০০৯) এর মোট আয় ২ দশমিক ৭৮৯৭ বিলিয়ন ডলারকে টপকে গেছে। এর মধ্যদিয়ে শেষ পর্যন্ত ডিজনি ও মার্ভেলের এই প্রচেষ্টা সার্থক হলো। নিজেদের এমন সাফল্যে ডিজনি স্টুডিওজ-এর চিফ ক্রিয়েটিভ ডিরেক্টর এলান হর্ন এক টুইট বার্তায় বিশ্বজুড়ে মার্ভেল কমিকসের সকল ফ্যান ও শুভাকাঙ্খীদেও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বক্স অফিসের এই সাফল্যের সবটুকু কৃতিত্বই মার্ভেল কমিকসের ফ্যানদের, তাদের ভালোবাসার ফলে এমন অর্জন সম্ভব হয়েছে।