
এবিএনএ : গ্যাসের দাম কমানো না হলে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বাম গণতান্ত্রিক জোট। দেশব্যাপী আধাবেলা হরতাল পালন শেষে রোববার রাজধানীর পল্টনমোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। হরতাল সফল হয়েছে দাবি করে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার গ্যাসের দাম না কমালে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। জাতীয় প্রেসক্লাব থেকে সমাবেশ করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যাবো।
সমাবেশে অন্যান্যদের মধ্যে জোটের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতনসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জোটের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, হরতাল সফল হয়েছে। দেশের মানুষ সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে হরতাল পালন করে অভূতপূর্ব সাড়া দিয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দেয় বিএনপি। রোববার দেশব্যাপী অনুষ্ঠিত আধাবেলা ঢিলেঢালা হরতালে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। হরতালের সমর্থনে রাজধানীতে আলাদাভাবে মিছিল করেছে নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।
Share this content: