এবিএনএ : সঞ্চয়পত্রের মুনাফার ওপর থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে নেয়ার বিধান গত ১ জুলাই থেকেই কার্যকর করা হয়েছে। এ বিষয়ে গত ৩০ জুন জাতীয় সংসদ থেকে একটি গেজেট প্রকাশিত হয়েছে। এটি সোমবার সঞ্চয়পত্র বিক্রির সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
সঞ্চয়পত্রের মুনাফার ওপর আগে ৫ শতাংশ হারে উৎসে কর আরোপিত ছিল। চলতি অর্থবছরের বাজেটে এ হার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। বাড়তি এই হার গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
এদিকে গত ১ জুলাই ব্যাংকের লেনদেন বন্ধ থাকার কারণে ওইদিন কোনো গ্রাহক মুনাফা তুলতে পারেননি। ফলে ২ জুলাই থেকে যারা মুনাফা তুলছেন তাদের কাছ থেকে ১০ শতাংশ হারে কেটে রাখা হয়েছে। এদিকে জাতীয় সঞ্চয় অধিদফতর বলেছে, নতুন-পুরনো সব গ্রাহকের কাছ থেকে এখন থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে রাখা হবে। বাড়তি উৎসে কর আরোপের আগে যারা সঞ্চয়পত্র কিনেছেন তারাও এখন মুনাফা তুললে ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। আর এখন যারা কিনবেন তাদের তো ১০ শতাংশ হারেই উৎসে কর দিতে হবে।