এবিএনএ: ভয়াবহ সিরিজ বোমা হামলার পর চার দিন পর শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, শহরের ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের খোলা মাঠ থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে সাম্প্রতিক যে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটি সেরকম নয়। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছেন তারা।
শ্রীলঙ্কায় গত রোববারের ভয়াবহ সিরিজ হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে। এর আগে গতকাল বুধবার কলম্বোতে স্যাভয় নামের একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন আছেন আরো প্রায় পাঁচশ’। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শ্রীলঙ্কায় ওই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে।
প্রাথমিকভাব শ্রীলঙ্কা সরকার হামলার পেছেনে স্থানীয় কট্টর ইসলামিক সংগঠন ন্যাশনাল তওহীদ জামাত (এনটিজে) হাত আছে বলে জানিয়েছিল। তবে হামলাকারী শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গে কিভাবে আইএস এর যোগাযোগ হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তারা। শ্রীলঙ্কার পুলিশ বলছে, তারা নয়জন হামলাকারীর মধ্যে আটজনকে শনাক্ত করেছে। তাঁদের মধ্যে একজন নারী এবং এরা সবাই শ্রীলঙ্কান। পুলিশ আরো জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দুজন সহোদর ভাই এবং কলম্বোর একজন ধনী মসলা ব্যবসায়ীর ছেলে। তারা শাংরি লা ও সিনামন গ্র্যান্ড হোটেলে হামলা চালায়। হামলায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৬০ জনকে আটকের কথা জানিয়েছে।