আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ

বর্ষবরণে গোয়েন্দা নজরদারিসহ নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। পহেলা বৈশাখ কেন্দ্র করে নাশকতার হুমকি না থাকলেও বর্ষবরণের উৎসব নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারাদেশে গোয়েন্দা বাহিনীর নজরদারি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ সময় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button