এবিএনএ: এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন বিশিষ্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। চলচ্চিত্রের নাম ‘বিশ্বসুন্দরী’। এতে নায়ক হিসেবে অভিনয় করছেন সিয়াম আহমেদ। আর এ চলচ্চিত্রের মাধ্যমে তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন পরীমনি। আজ বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে কেক কেটে ‘বিশ্বসুন্দরী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই নায়ক-নায়িকাসহ অনান্য কলাকুশলীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করার পাশপাশি এ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান। ছবিটিতে আরো অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনিরা মিঠু ও আনন্দ খালেদ।
ছবির চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু। প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.। ছবিটি প্রসঙ্গে সিয়াম বলেন, চয়নিকা দিদির অনেক নাটকেই অভিনয় করেছি আমি। এবার সৌভাগ্যক্রমে তার পরিচালিত প্রথম ছবিতেও কাজ করতে যাচ্ছি। আশা করি ভালো কিছুই হবে। পরীমনি বলেন, চয়নিকা দিদি দারুণ একজন মানুষ। তিনি প্রথম ছবি নির্মাণ করছেন। আর সেই ছবির নায়িকা আমি। এটা অবশ্যই আনন্দের। সেই সঙ্গে সিয়ামের সঙ্গে প্রথম কাজ। আশা করি দারুণ কিছু হবে। আর সামনে বসে আছেন সুবর্ণা ম্যাম। উনার সঙ্গে কাজ করতে যাব এটা ভেবে ভয়ই লাগছে। অনেক কিছু শিখতে পারবো বলেও আশা করছি। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে বলে জানান ছবির পরিচালক চয়নিকা চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লি. এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কু-ুু। জুন মাস থেকে টানা এ ছবির শুটিং শুরু হবে। ছবির বিশ্বপরিবেশনা ও সম্প্রচার সহযোগী হিসেবে যুক্ত আছে মাছরাঙা টেলিভিশন।