
এবিএনএ: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে গার্মেন্টস্ শ্রমিকরা। আজ সকাল ৯টার পর থেকে তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন। ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা পুরো উত্তরা বিভাগের মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।
Share this content: