এবিএনএ: নর্তকী সাজে আবারও বড় পর্দায় উপস্থিত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ বছরে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ এর তৃতীয় গান ‘মঞ্জুর-এ-খুদা’র টিজার মুক্তি পেয়েছে। আর সেখানে বেশ খোলামেলা পোশাকে দেখা গেছে ক্যাটরিনাকে।গতকাল বুধবার ইউটিউবে ‘থাগস অব হিন্দুস্তান’ এর ক্যাটরিনার গানের ভিডিওর টিজারটি বের হয়। ছবির ‘সুরাইয়া’ গানটিও ঠিক একইভাবে মুক্তি পায়। যশ রাজ ফিল্মস এই টিজার প্রসঙ্গে লিখেছেন, ‘এই দীপাবলিতে অ্যাকশন ও দুঃসাহসিক কাজের বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকুন।’ ১৭৯৫ সালের ভারতীয় জনপ্রিয় নর্তকী সুরাইয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। এক মিনিটের টিজারে অমিতাভ বচ্চনের অর্থাৎ খুদাবক্স (ছবির চরিত্র) এবং তার দলকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যাবে।সমুদ্রের মাঝে জাহাজ, তলোয়ার ও বোমাবাজির চোখ ধাঁধানো দৃশ্য রয়েছে এখানে। আমির খান, যিনি ফিরঙ্গী মোল্লার ভূমিকায় রয়েছেন তাকেও দেখা যাবে। গানটিতে ফাতিমা সানা শেখকেও দেখা যাবে।