এবিএনএ: চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ২০১৮। সিলেট, কক্সবাজার এবং ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ম্যাচগুলো। এবারের আয়োজনে সাংস্কৃতিক জগতের মানুষও যুক্ত হয়েছেন এ টুর্নামেন্টের সঙ্গে। অভিনেত্রী জয়া আহসান ‘ফেইস অব বাংলাদেশ’ হিসেবে ইতিমধ্যেই ২২ সেপ্টেম্বর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। ১২ অক্টোবর ফাইনাল খেলায়ও তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তার সঙ্গে আরও উপস্থিত থাকবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। খেলাধুলায় বিশেষজ্ঞ নই। তবে ভালোবাসি। শুধু ভালোবাসি বললে ভুল হবে, পাগলের মতোই ভালোবাসি। এ ফুটবল নিয়ে আমার দেশেই একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। কারণ শুধু ফুটবলই নয়, এ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাম। এমন মানুষের নামানুসারে একটি ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরে আমি থাকতে পারছি বিভিন্নভাবে। বিষয়টি নিয়ে আমি বেশ গর্বিত।’