
এবিএনএ: বরিশালে নগরপিতা (মেয়র) হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এখন পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের চেয়ে ৯৬ হাজার ৭৬২ ভোট বেশি পেয়েছেন তিনি। সোমবার অনুষ্ঠিত হওয়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ১৬ কেন্দ্রের ভোট। তাই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। বরিশাল সিটিতে ১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকে সাদিক আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৪১ ভোট।
Share this content: