এ বি এন এ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পগুলো জন্য ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এই ছয়টি প্রকল্পের মধ্যে চারটি নতুন ও দুটি সংশোধিত। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১৪৬ কোটি ৯৪ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৪১ কোটি ৫১ লাখ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফ করে এ কথা জানান।