আন্তর্জাতিকলিড নিউজ

ব্রেক্সিট নিয়ে ‍যুক্তরাজ্য মন্ত্রিসভার মতৈক্য

এবিএনএ : ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছেছেন দেশটির মন্ত্রীরা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, ‘সাধারণ শাসন নীতি’র আওতায় যুক্তরাজ্য মন্ত্রিসভা ইইউ ব্লকের সাথে শিল্প ও কৃষি পণ্যের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি পরিকল্পনায় স্বাক্ষর করেছে। তা ছাড়া, যৌথ শুল্কাঞ্চল প্রতিষ্ঠাকেও তারা সমর্থন করেছে। প্রায় ১২ ঘণ্টা বৈঠকের পর এমন পরিকল্পনায় পৌঁছে মন্ত্রিসভা। এ পরিকল্পনায় অনেক টরি ব্রেক্সিট সমর্থক ক্ষুব্ধ হবেন বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট সত্ত্বেও ইইউর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ব্যাপারে জোরারোপ করেন, যা অনেক মন্ত্রীর কাছে বিরাগের কারণ।

Share this content:

Back to top button