
এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। অন্য দেশের তুলনায় আমদের দেশ সন্ত্রাসের দিক দিয়ে নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, কে কি গড ফাদার আমরা দেখছি না। আমরা অভিযান হঠাৎ করে শুরু করিনি। অনেক দিন ধরে দেখে তারপর এ অভিযান শুরু হয়েছে।আজ বুধবার বিকাল চারটার দিকে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এমন দিন নাই যে ইয়াবা পাওয়া যায় নি। মাদকের পেছনে যেই গড ফাদার থাকুক তাদের ছাড়া হচ্ছে না, হবে না। তিনি বলেন, আমার নিজের দেশের পানির জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আজকে সীমান্ত হত্যা বন্ধ করতে সক্ষম হয়েছি। সমস্যাগুলো একে একে সমাধান হচ্ছে।
Share this content: