আমেরিকালিড নিউজ

সিরিয়াকে ট্রাম্পের হুমকি

এবিএনএ : সিরিয়া সরকারকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন করে রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হলে দেশটির (সিরিয়া) বিরুদ্ধে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে সিরিয়ার দুমা শহরে কথিত রাসায়নিক হামলার জবাবে দেশটির তিনটি স্থানে শুক্রবার হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই হামলার পর সিরিয়ার বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সাত বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই সময়কালের মধ্যে এবারই প্রথম পশ্চিমা শক্তিগুলো সিরিয়া সরকারের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাল। দুমায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া। দেশটির সরকারের দাবি, গ্যাস হামলা বিদ্রোহীদের সাজানো ঘটনা। শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সিরিয়া ইস্যু নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সিরিয়ায় পশ্চিমা হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব তুলেছিল রাশিয়া। কিন্তু প্রস্তাবটি পাস করাতে রাশিয়া ব্যর্থ হয়।

Share this content:

Related Articles

Back to top button