আন্তর্জাতিকলিড নিউজ
তৃতীয়বারের মত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান

এবিএনএ : হাঙ্গেরির দক্ষিণপন্থি নেতা ভিক্টর ওরবান টানা তৃতীয়বারের মত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৫৪ বছর বয়সী এই নেতা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কেননা তার রাজনৈতিক দল ফিডেজ পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থ হয়েছে।
হাঙ্গেরির জাতীয় নির্বাচন কমিশনসূত্রে জানা যায়, ৯৩ শতাংশ ভোট গণনায় দেখা যায় ফিডেজ অর্ধেকেও বেশি ভোট পেয়েছে।
হাঙ্গেরিতে রবিবার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। স্থানীয় সময় সকাল ছয়টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দেশ হিসেবে ছোট হলেও হাঙ্গেরির সংসদ নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের গতি-প্রকৃতির উপর বড় প্রভাব ফেলতে পারে।
Share this content: