আমেরিকা

কিমের সঙ্গে ‘বসতে চান’ ট্রাম্প

এ বি এন এ : উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে চান আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার বার্তা সংস্থা এ বি এন একে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সেন্ট্রাল পার্কে নিজের ‘ট্রাম্প টাওয়ার’ এর অফিসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করার আগ্রহ দেখিয়েছেন। এদিন, উত্তর কোরিয়ার সঙ্গে তার ‘সরকারের’ সম্পর্ক কীভাবে নির্ধারিত হবে সে বিষয়ে ‘পূর্ণাঙ্গ পরিকল্পনা’ দিতে অস্বীকৃতি জানালেও দেশটির নেতা কিমের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি তার সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলতে আমার কোন সমস্যা নেই।” আধঘণ্টার এ সাক্ষাৎকারে ট্রাম্প একইসঙ্গে প্যারিস জলবায়ু সম্মেলন নিয়ে তার আপত্তির কথা জানিয়েছেন, যে চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭০টি দেশকে কার্বন নিঃসরণ কমাতে বলা হয়েছে। ট্রাম্পের মতে, এ চুক্তি যুক্তরাষ্ট্রকে ‘সমস্যায়’ ফেলবে আর চীনকে ‘বেশি সুবিধা’ দেবে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমাসহ বিভিন্ন পরমাণু বোমার সফর পরীক্ষা চালিয়ে বিশ্বের শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানদের ভয় ধরিয়ে দিয়েছেন।

Share this content:

Back to top button