
এবিএনএ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে একাধিক দিনে ভোট নেয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে কথা বলেছেন, সেটা নির্বাচন কমিশন জানে না। গণপ্রতিনিধিত্ব আদেশ আইনে একাধিক দিনে জাতীয় নির্বাচনে ভোট নেয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। ১৯৭৩ সাল থেকে এখন অবধি যে ১০টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার প্রতিটিতে ভোট হয়েছে একই দিনে। কেবল গোলযোগের কারণে কোনো এলাকায় বা ভোটকেন্দ্রে ভোট স্থগিত হলে সেসব কেন্দ্রে পরে ভোট হয়েছে। তবে উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধাপে ধাপে ভোট নেয়া হয়েছে। তবে শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে গিয়ে অর্থমন্ত্রী জাতীয় নির্বাচনে একাধিক দিনে ভোট নেয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘ছবিসহ ভোটার আইডি কার্ড হওয়ায় ফলে এখন আর জালিয়াতির নির্বাচন করা সম্ভব না। তবে দুই এক জায়গায় গুণ্ডা বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করার সম্ভাবনা রয়েছে। সেজন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।’ রবিবার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে বিষয়টি নিয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের জানা নেই। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ আইন) অনুসারে নির্বাচন একদিনেই হয়, একদিনেই হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ আঞ্চলিক ও ৬৪ জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আজ বৈঠক করেছে শেষে নির্বাচন। এরপর কমিশন সচিব মুখোমুখি হন সাংবাদিকদের সঙ্গে।
আরও আসছে…
Share this content: