দক্ষিণ কোরীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কিম উনের

এবিএনএ : আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার মধ্যে সংলাপ শুরুর লক্ষ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সোমবার পিয়ংইয়ংয়ে এক নৈশভোজে দক্ষিণ কোরীয় প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন তিনি। তবে গত মাসে শীতকালীন অলিম্পিক ঘিরে প্রতিবেশি দেশ দুটির সম্পর্কের উষ্ণতা বাড়ে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের দপ্তরের মুখপাত্র জানিয়েছে, দুই দিনের সফরের প্রথম দিন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় গোয়েন্দা সার্ভিসের পরিচালক কিম উনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট মুনের পক্ষ থেকে একটি চিঠি নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেলে পিয়ংইয়ংয়ে পৌঁছান দক্ষিণ কোরীয় ওই দুই প্রতিনিধি।
Share this content: