এ বি এন এ : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।
আজ রোববার দুপুরে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে বিট পুলিশিং নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সিএমপি কমিশনার আরও জানান, চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দা এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন আসলাম চৌধুরী। এ নিয়ে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করছেন, সরকার উৎখাত করতেই আসলাম চৌধুরী ওই সাক্ষাৎ করেন।
ইসরায়েলের সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস নামে একটি প্রতিষ্ঠানের প্রধান সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবিও প্রকাশিত হয় গণমাধ্যমে।
আসলাম চৌধুরীর দাবি, তিনি গত মার্চে ব্যক্তিগত সফরে ভারতে গেলে অন্য একজনের মাধ্যমে সাফাদির সঙ্গে তার পরিচয় হয়।
গণমাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে দলটি। বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।