জাতীয়বাংলাদেশলিড নিউজ

গুম, হত্যা ও পাচারকৃত অর্থের কোনো তদন্ত হচ্ছে না : ড. কামাল

এবিএনএ : বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়ে যাচ্ছে। গুম, হত্যা, সন্ত্রাসী, ব্যাংক লুট, ঘুষসহ ধর্ষণের মহোৎসব চলছে।অথচ এসব সংসদ সদস্য কিছুই জানেন না। পাচারকৃত অর্থের তদন্ত বিষয়েও তারা কিছু জানেন না। কানাডায় বেগম পাড়া হয়েছে। হয়তো অচিরেই ওখানে মহারানী পাড়া হবে। বিদেশের মাটিতে পাচার হওয়া টাকা দিয়ে রংমহল তৈরি হচ্ছে। কিন্তু এসবের কোনো তদন্ত হচ্ছে না। ’

আজ শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণফোরামের কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কামাল হোসেন বলেন, ‘আজ দেশের মালিক জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। গণজাগরণের মাধ্যমে তারা অধিকার আদায় করে নেবে।

ব্যাংক লুটকারীদের চিহ্নিত করে ধ্বংস করবে। ’তিনি বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে নিরাপদে আবার ফেরা যাবে কি-না তার নিশ্চয়তা নেই। এ জন্যই কি যুদ্ধ করে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছিলাম?’গণফোরামের সভাপতি বলেন, ‘সংবিধানে ৪টি মূলনীতির মধ্যে এক নম্বরে গণতন্ত্র। আজ কি দেশে গণতন্ত্র আছে? এটাকে কী গণতন্ত্র বলা যায়? আমি বুঝতে পারি না বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য হয় কি করে? এটা কী গণতন্ত্রের মধ্যে পড়ে? পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি। ’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নেতা সেলিম আকবর, জানে আলম, অ্যাডভোকেট আবদুল আজিজ প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button