আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন

এবিএনএ : সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।আজ রবিবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, রবিবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৯০৮ পৃষ্ঠার এই রিভিউ আবেদন জমা দেওয়া হয়। আবেদনের নম্বর ৭৫১।রিভিউ আবেদনে কী চাওয়া হয়েছে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানান টুটুল।তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, ওই রায়ে তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহার পর্যবেক্ষণসহ পুরো রায়ই বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ।বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের আমলে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেন। পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশিত হয়।

Share this content:

Related Articles

Back to top button