বাংলাদেশরাজনীতিলিড নিউজ

হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

এবিএনএ : রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হাইকোর্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর মাজারের সামনে এলে হাইকোর্টে অবস্থান করা দলের নেতাকর্মীরা বের হতে চান।
এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের ওপর লাঠিচার্জ করে। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, হাইকোর্ট এলাকায় গণপূর্ত ভবনের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি তিনি। এদিকে পুলিশের দাবি, আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়া ফিরে যাচ্ছিলেন। তার উপস্থিতিতে হাইকোর্টের সামনে কোনো কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

Share this content:

Related Articles

Back to top button