জাতীয়বাংলাদেশলিড নিউজ

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব হবে না: সিইসি

এবিএনএ : রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনে এর ব্যবহার সম্ভব হবে না। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি।রংপুরের নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে ইসি সন্তুষ্ট জানিয়ে সিইসি বলেন, ভোটাররা কোনো ধরনের অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হয়েছে।

নির্বাচনে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপি যে দাবি করেছে সে ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। কেননা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে নুরুল হুদা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোথাও কোথাও ইভিএম ব্যবহার হবে। আগামী জাতীয় নির্বাচনে সম্ভব হবে না। তবে আমরা প্রস্তুত রেখে যাব, পরবর্তীতে বাস্তবায়ন হবে।এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button