
এবিএনএ : দেশজুড়ে আলোচনার তুঙ্গে থাকা কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা-বাবা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার বিকালে তাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সিআইডির কুমিল্লা-নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান।
গত ২০ মার্চ খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। এই ঘটনার বিচার দাবিতে দেশজুড়ে চলছে তোলপাড়। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। সরকারের উচ্চমহল থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ রয়েছে।
Share this content: