
এবিএনএ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আসন্ন বিশ্ব ইজতেমায় পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। মুসল্লিদের যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ইজতেমার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণসংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি আসেন। পুলিশ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনের জন্য নিরাপত্তামূলক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ অন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে ইজতেমাস্থলের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে কাজ করছে।’
সভায় ইজতেমাস্থলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে পুলিশ প্রধান বলেন, ‘ডিএমপি এবং গাজীপুর জেলা পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে। দুটি কন্ট্রোল রুম খোলা থাকবে। ইজতেমা মাঠের পয়েন্টগুলোতে আর্চওয়ে, সিসি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রস্তুত থাকবে। ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার ও প্রয়োজনীয় সংখ্যক আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রমও নিবিড়ভাবে মনিটর করা হবে।’
সভায় অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেন, এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, রেলওয়ের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুই পর্বে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি এবং ১৯ থেকে ২১ জানুয়ারি ইজতেমা হবে।
Share this content: