
এবিএনএ : একাত্তরে ঐগিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর দেয়া স্বীকৃতি উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের মঞ্চে এসেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা দুইটা ৪০ মিনিটে তিনি সমাবেশে পৌঁছান। নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এদিকে সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন। এদিকে সমাবেশ ঘিরে পুরো রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান প্রধান সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনরা বক্তব্য রাখছেন।
Share this content: