এবিএনএ : বলিউডের বঙ্গললনা বিপাশা বসু। গত বছর এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর বেশ সুখেই কাটছে তাদের সংসার। এবার একটি কনডমের বিজ্ঞাপনে দেখা গেছে এ দম্পতিকে।
বিজ্ঞাপনটি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিপাশা বসু বলেন, ‘বিজ্ঞাপনটি সচেতনতা তৈরির জন্য নির্মিত। এটি সময়ের দাবি। কনডমের বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করেছেন ফটোগ্রাফার ও বিজ্ঞাপন নির্মাতা প্রসাদ নায়েক। সুতরাং আমি নিশ্চিত ছিলাম খুব নান্দনিকভাবেই এটি ফুটিয়ে তোলা হবে। এছাড়া এই ক্যাম্পেইনের মূল ভাবনা আমাদের আকর্ষণ করেছে।’
ইতোমধ্যে প্রথম বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছে। চলতি মাসের শেষে আরো একটি বিজ্ঞাপনের শুটিং হবে জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমাকে পরবর্তী বিজ্ঞাপনের ব্যাপারে অভিহিত করা হয়েছে। আমরা বিজ্ঞাপনে অনেক মজা রাখব এবং একটি জুটির মধ্যে ভালোবাসার বিষয়টিও ফোকাস করব।’
সম্প্রতি করণ সিং গ্রোভার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশে সেক্স ও কনডম এই শব্দ দুটি এখনো আমাদের কাছে নিষিদ্ধ। কিন্তু এটি ঠিক নয়। চলুন সেই বিষয় সম্পর্কে কথা বলি, পড়ি এবং জানি, যেগুলো সামান্য একটু সতর্কতার মাধ্যমে এড়িয়ে চলা সম্ভব। আপনি পরিবার পরিকল্পনা এবং নিরাপদ যৌনমিলন করতে পারবেন। এটি এইভআইভি ও এসটিডি রোগের মাত্রা কমাতে পারবে। জুটি হিসেবে আমরা এটি বিশ্বাস করি এবং এজন্যই বিজ্ঞাপনটি করেছি।’
২০১৫ সালে অ্যালোন সিনেমায় একসঙ্গে অভিনয় করেন বিপাশা-করণ। এরপর তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। অবশ্য গত বছর একটি বিজ্ঞাপনে জুটি বাঁধেন তারা।