এ বি এন এ : জাতীয় সংসদের হুইপ আলহাজ শহীদুজ্জামান সরকার বলেছেন, আমরা যদি কৃষিতে দেশকে স্বয়ংসম্পন্ন করতে চাই- সেখানে চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর । আমরা যদি শিক্ষায় জাতিকে স্বযংসম্পন্ন করতে চাই- সেখানেও আমাদের চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি যুগে যুগে প্রাসঙ্গিক। বিশ্ব কবি সিন্ধু থেকে বিন্দু দেখেননি। তিনি দেখেছেন বিন্দু থেকে সিন্ধু। তিনি ছিলেন সমাজ সংস্কারক। তাই তিনি জীবনের সঙ্গে জীবীকার সমন্বয় করার পথ দেখিয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে আত্রাইয়ের পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
শহীদুজ্জামান সরকার বলেন, আমরা অনেক বাঙালির কাছে বিভিন্নভাবে ঋণী। আমরা যে দুইজন বাঙালির কাছে বিশেষভাবে ঋণী তারা হলেন- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর নামে একটি বিশ্ববিদ্যালয় ও একই সঙ্গে নওগাঁর পতিসর এবং কুষ্টিয়ার শিলাইদহে একটি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের সিন্ধান্ত নিয়েছে সরকার।
কালের খেয়ায় চড়ে কালজয়ী বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার পতিসরে কবির স্মৃতি বিজড়িত কাছারী বাড়িতে। রবিবার কাছারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে জাতীয় সঙ্গী পরিবশেন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে কবির জন্মউৎসব উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এদিকে পতিসরের অনুষ্ঠানে কবির ভক্ত, অনুরাগী, গবেষক ও শিল্পী ছাড়াও হাজারো মানুষের ঢল নামে। একই সাথে পতিসরের কাচারী বাড়ি প্রাঙ্গনে বসেছে রবীন্দ্র মেলা। এলাকায় বইছে উৎসবে আমেজ।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসরাফিল আলম এমপি, নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক (বিপিএম, পিপিএম), রবীন্দ্র গবেষক প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাবেক এমপি ওহিদুর রহমান, ভারতীয় রবীন্দ্র গবেষক জতীন্দ্রনাথ ভাদুরী, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সিভিল সার্জন ডা. একেএম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোকলেছুর রহমান প্রমুখ।